Mobile fast charging: মুহূর্তে স্মার্টফোন চার্জের ৫ টিপস

By Editorji News Desk
Published on | Dec 20, 2023

ফাস্ট চার্জিং অ্য়াডপ্টার ব্যবহার

এখন প্রায় প্রতিটি ফোনের সঙ্গেই ফাস্ট চার্জিং অ্য়াডপ্টার দেওয়া হয়। সেগুলি ব্যবহার করলে ফোনের চার্জ হবে দ্রুত। অন্য ফোনের অ্য়াডপ্টার ব্যবহার করবেন না।

Image Credit: twitter

ফ্লাইট মোড অন করে চার্জিং

চার্জ দেওয়ার সময় চেষ্টা করুন ফোনের ফ্লাইট মোড অন করে রাখতে। কারণ মোবাইল সিগন্যাল ফ্ল্যাকচুয়েট করলে চার্জ হতে বেশি সময় লাগে।

Image Credit: twitter

ব্যাকগ্রাউন্ড অ্য়াপ অফ রাখুন

ফোনের স্ক্রিন লক থাকলেও কিছু অ্য়াপ ব্যকগ্রাউন্ডে চালু থেকে যায়। সেকারণে ব্যাকগ্রাউন্ডে চালু অ্য়াপ বন্ধ করে ফোন চার্জ দিলে দ্রুত চার্জ সম্পন্ন হবে।

Image Credit: twitter

ওয়াইফাই বন্ধ রাখুন

চার্জ দেওয়ার সময় ফোনের ওয়াইফাই বন্ধ রাখুন। কারণ এতে ব্যাটারির কাজ বেড়ে যায়। এবং চার্জ সম্পন্ন হতে দেরি হয়।

Image Credit: twitter

তারবিহীন চার্জার বর্জন

তার বিহীন চার্জার ব্যবহার করলে ফোন চার্জে দেরি হতে পারে। সেকারণে চেষ্টা করবেন তারযুক্ত চার্জার ব্যবহার করতে।

Image Credit: twitter