Password: স্ট্রং পাসওয়ার্ড বাছবেন কীভাবে? হ্যাক হওয়ার চান্সই নেই

By Editorji News Desk
Published on | Jan 09, 2024

কোন বিষয় মাথায় রাখবেন

পাসওয়ার্ড সেট করার সময় ব্যক্তিগত বিষয় সংযুক্ত করবেন না। অর্থাৎ নাম, পদবী, ফোন নম্বর ইত্যাদি।

Image Credit: twitter

পরপর সংখ্যা বর্জন

কখনই পরপর সংখ্যা দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন না। অর্থাৎ ১২৩৪৫, ০৯৮৭৬ এই ধরনের সংখ্যা দেবেন না। প্রয়োজন ভিন্ন সংখ্যা ব্যবহার করুন।

Image Credit: twitter

একই পাসওয়ার্ড একাধিক ব্যবহার

একই পাসওয়ার্ড সব অ্য়াকাউন্টে ব্যবহার করবেন না। সেক্ষেত্রে একটি পাসওয়ার্ড হ্যাকাররা পেলে সব অ্য়াকাউন্টের অ্য়াকসেস পাওয়া সম্ভব।

Image Credit: twitter

স্ট্রং পাসওয়ার্ড তৈরি

পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে আপার ও লোয়ার কেস, সংখ্যা ও স্পেশাল চিহ্ন ব্যবহার করা অবশ্যই দরকার।

Image Credit: twitter

নিয়মিত পাসওযার্ড বদল

প্রতি ১৫ দিন অন্তর পাসওয়ার্ড বদল করা দরকার। এতে হ্যাকিংয়ের চিন্তা থাকে না।

Image Credit: twitter