পাসওয়ার্ড সেট করার সময় ব্যক্তিগত বিষয় সংযুক্ত করবেন না। অর্থাৎ নাম, পদবী, ফোন নম্বর ইত্যাদি।
কখনই পরপর সংখ্যা দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন না। অর্থাৎ ১২৩৪৫, ০৯৮৭৬ এই ধরনের সংখ্যা দেবেন না। প্রয়োজন ভিন্ন সংখ্যা ব্যবহার করুন।
একই পাসওয়ার্ড সব অ্য়াকাউন্টে ব্যবহার করবেন না। সেক্ষেত্রে একটি পাসওয়ার্ড হ্যাকাররা পেলে সব অ্য়াকাউন্টের অ্য়াকসেস পাওয়া সম্ভব।
পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে আপার ও লোয়ার কেস, সংখ্যা ও স্পেশাল চিহ্ন ব্যবহার করা অবশ্যই দরকার।
প্রতি ১৫ দিন অন্তর পাসওয়ার্ড বদল করা দরকার। এতে হ্যাকিংয়ের চিন্তা থাকে না।