iPhone 16: নতুন বছরেই আসছে iPhone 16? কী কী স্পেশিফিকেশন থাকতে পারে

By Editorji News Desk
Published on | Jan 03, 2024

মডেল

iPhone 16 এর ক্ষেত্রে দুটি মডেল বাজারে লঞ্চ করতে পারে অ্য়াপল। একটি iPhone 16 Pro এবং অন্যটি iPhone 16 Pro Max।

Image Credit: twitter

ডিসপ্লে

নয়া এই সিরিজের দুটি মডেলেই তুলনামূলক বড় ডিসপ্লে দিতে পারে অ্য়াপল। দুটি ফোনে যথাক্রমে ৬.৩ ইঞ্চি এবং ৬.৯ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।

Image Credit: twitter

সাইজ

যেহেতু ডিসপ্লে সাইজ অনেকটাই বৃদ্ধি করা হচ্ছে সেকারণে আগের তুলনায় ফোনদুটির সাইজও বৃদ্ধি করা হবে। এর সঙ্গে ফোনের ব্যাটারির ক্ষেত্রেও পরিবর্তন আনা হবে।

Image Credit: twitter

ফোনের বাটন

নয়া আইফোনগুলিতে ক্যাপচার বাটন ব্যবহার করা হবে। যা রেগুলার বাটনের থেকে সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে বাটনে প্রেস করলেও মুভ হবে না।

Image Credit: twitter

দাম

মডেলদুটির দামের বিষয়ে এখনও জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের মত, যেহেতু একাধিক উন্নত প্রযুক্তি থাকবে সেকারণে ভারতীয় মুদ্রায় তা লক্ষাধিক টাকা হতে পারে।

Image Credit: twitter