iPhone 16 এর ক্ষেত্রে দুটি মডেল বাজারে লঞ্চ করতে পারে অ্য়াপল। একটি iPhone 16 Pro এবং অন্যটি iPhone 16 Pro Max।
নয়া এই সিরিজের দুটি মডেলেই তুলনামূলক বড় ডিসপ্লে দিতে পারে অ্য়াপল। দুটি ফোনে যথাক্রমে ৬.৩ ইঞ্চি এবং ৬.৯ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।
যেহেতু ডিসপ্লে সাইজ অনেকটাই বৃদ্ধি করা হচ্ছে সেকারণে আগের তুলনায় ফোনদুটির সাইজও বৃদ্ধি করা হবে। এর সঙ্গে ফোনের ব্যাটারির ক্ষেত্রেও পরিবর্তন আনা হবে।
নয়া আইফোনগুলিতে ক্যাপচার বাটন ব্যবহার করা হবে। যা রেগুলার বাটনের থেকে সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে বাটনে প্রেস করলেও মুভ হবে না।
মডেলদুটির দামের বিষয়ে এখনও জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের মত, যেহেতু একাধিক উন্নত প্রযুক্তি থাকবে সেকারণে ভারতীয় মুদ্রায় তা লক্ষাধিক টাকা হতে পারে।