Laptop Buying guide: ল্যাপটপ কিনবেন? কোন কোন বিষয়ে নজর দেবেন?

By Editorji News Desk
Published on | Jan 21, 2024

স্ক্রিন-

কী কাজের জন্য ল্যাপটপ কিনবেন তার উপর ভিত্তি করে স্ক্রিন বাছা উচিত। ডিজাইন, গেমিং সহ যাবতীয় কাজের জন্য নির্দিষ্ট মাপের স্ক্রিন বাছা দরকার।

Image Credit: twitter

প্রসেসর-

যদি হাই রেজলিউশনের কাজ করেন তাহলে অবশ্যই অত্যাধুনিক ভার্সনের প্রসেসর দেওয়া ল্যাপটপ কিনবেন। সাধারণ মানের কাজের জন্য দামি প্রসেসর কেনার দরকার নেই।

Image Credit: twitter

সেন্সর-

বর্তমানে একাধিক সেন্সর ইনবিল্ড থাকে ল্যাপটপে। সে বিষয়ে মাথায় রাখবেন। প্রয়োজন ছাড়া অতিরিক্ত সেন্সর নেওয়া যুক্তিযুক্ত নয়। দাম বেশি হতে পারে।

Image Credit: twitter

স্পিকার-

ল্যাপটপের স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পিকারে সমস্যা দেখা দিলে অডিও যেমন বন্ধ হবে তেমনই সারাই করাও অত্যন্ত খরচ সাপেক্ষ।

Image Credit: twitter

ওয়ারেন্টি-

ইলেক্ট্রনিক্স ডিভাইস যে কোনও সময় খারাপ হতে পারে। সেকারণে যে প্রডাক্টে তুলনামূলক বেশি ওয়ারেন্টি পাওয়া যাবে সেই ডিভাইস কেনা উচিত।

Image Credit: twitter