ভারতের বাজারে এবার স্যামসাংয়ের S24 সিরিজ। AI-ফিচার থাকছে প্রথম ফোনে।
S24 সিরিজের তিনটি মডেল ভারতের বাজারে পাওয়া যাবে। S24, S24 প্লাস ও S24 আলট্রা।
৮ জিবি, ২৫৬ জিবি সিরিজের দাম ৭৯,৯৯৯ টাকা। ৫১২ জিবি স্টোরেজ হলে তা দাঁড়াবে ৮৯,৯৯৯ টাকা।
S24 প্লাস ১২ জিবি-২৫৬ জিবির দাম ভারতের বাজারে ৮৬,৯৯৯। ৫১২ জিবি হলে তাঁর দাম ৮৭,৯৯৯।
এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ৫০০০ টাকা পর্যন্ত অফ পাওয়া যাচ্ছে। ১২ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও আছে। ১১ মাসের নো-কস্ট ইএমআই স্যামসাং ফিনান্স প্লাস
৩১ জানুয়ারি থেকে S24 সিরিজের স্যামসাংয়ের এই মডেলগুলি বাজারে পাওয়া যাবে। বৃহস্পতিবার রাত ১০টা থেকেই শুরু প্রি-অর্ডার সেল।