Best 5 Bluetooth speakers: ৫০০ টাকার কমে দুর্দান্ত ৫টি ব্লুটুথ স্পিকার

By Editorji News Desk
Published on | Jan 10, 2024

INVICTO TG113

ব্লুটুথ এই স্পিকারটির দাম রাখা হয়েছে ৩২০ টাকা। ব্লুটুথ এবং USB পোর্টের মাধ্যমে কানেক্ট করা যাবে। রেডিও ও SD কার্ডও সাপোর্ট করবে।

Image Credit: twitter

Zebronics ZEB-COUNTY 3W

৫০০ টাকার নীচে এই মডেলটির দাম রয়েছে। ওয়ারলেস এবং ব্লুটুথ ছাড়াও USB পোর্টের মাধ্যমে কানেক্ট করা সম্ভব।

Image Credit: twitter

pTron Fusion Go 10W

pTron এর এই স্পিকারটির দাম ১৭৯৯ টাকা। কিন্তু বিশেষ ছাড়ে ৫০০ টাকার আশপাশে Amazon এ এই স্পিকারটি কিনতে পারবেন। এই মডেলে ডবল স্পিকারের সুবিধা আছে।

Image Credit: twitter

SYVO Soul 100 Bluetooth 5.0

অত্যন্ত জনপ্রিয় এই মডেলের স্পিকার পাবেন মাত্র ৫৯৯ টাকায়। ব্লুটুথ ছাড়াও USB পোর্টে কানেক্ট করতে পারবেন।

Image Credit: twitter

Ambrane Evoke Cube Plus 5W

মাত্র ৪৯৯ টাকায় এই ব্লুটুথ স্পিকারটি পাবেন অনলাইনে। ব্লুটুথ ছাড়াও এই মডেলটিও USB-র মাধ্যমে কানেক্ট করা সম্ভব।

Image Credit: twitter