অতিরিক্ত সাউন্ড দিয়ে গান শুনলে কানের স্বাস্থ্য খারাপ হয়। এছাড়াও অতিরিক্ত সাউন্ডে গান শুনলে হেডফোনেও সমস্যা দেখা যায়।
সারাক্ষণ হেডফোন ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হয়। পাশাপাশি হেডফোনের উপরেও চাপ পড়ে। ফলে খুব বেশিদিন টেকসই হয় না হেডফোন।
নয়েস ক্যানসেলিং ফিচার যুক্ত হেডফোন কেনা উচিত। এটি ব্যবহার করলে কানের স্বাস্থ্য ভাল থাকে।
ইয়ারফোন অন্যের সঙ্গে শেয়ার না করাই ভাল। যদি শেয়ার করেন সেক্ষেত্রে ইয়ারফোন পরিষ্কার করে নেওয়া উচিত।
আলাদা পাউচ বা ব্যাগে ইয়ারফোন রাখা উচিত যাতে সেটা জড়িয়ে বা পেঁচিয়ে না যায়। ইয়ারফোন জড়িয়ে গেলে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।