এক বালিকাকে উদ্ধার করতে গিয়ে মধ্যপ্রদেশে কুয়োয় পড়ে মৃত্যু হল অন্তত ১১ জনের৷ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি৷ ক্ষতিপূরণ ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকারও।
বৃহস্পতিবার রাতে ৩০ ফুট গভীর একটি কুয়োয় পড়ে গিয়েছিল ৮ বছরের এক বালিকা। তাকে উদ্ধার করতে যান প্রতিবেশীরা। প্রায় ৪০ জন গ্রামবাসী পড়ে যান সেই কুয়োয়। এই দুর্ঘটনায়এখনও পর্যন্ত ১১ জনের দেহ উদ্ধার করা হয়েছে হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে এখনও অবধি জানা গিয়েছে। মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদা গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
এই ঘটনয় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। টুইট করে তিনি জানিয়েছেন উদ্ধারকাজ চলছে।জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। রাজ্য সরকার সর্বোতভাবেই নিহত এবং আহতদের পাশে থাকবে বলে জানিয়েছেন চৌহান।