সোমবার থেকে সংসদে শুরু হল শীতকালীন অধিবেশন। প্রথম দিনেই উঠে এলো চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ। এই অভিযোগের ফলে সাসপেন্ড হলেন রাজ্যসভার (Rajya Sabha) ১২ জন সদস্য (Rajya Sabha MP)। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের (TMC) দু'জন- দোলা সেন (Dola Sen) ও শান্তা ছেত্রী।
যে যে সাংসদকে সাসপেন্ড করা হল, তাঁরা হলেন- দোলা সেন (তৃণমূল), শান্তা ছেত্রী (তৃণমূল), প্রিয়ঙ্কা চতুর্বেদী (শিবসেনা), অনিল দেশাই (শিবসেনা), এলামারাম করিম (সিপিএম), বিনয় বিশ্বম (সিপিআই), ফুলো দেবী নেতাম (কংগ্রেস), ছায়া ভার্মা (কংগ্রেস), আর বোরা (কংগ্রেস), রাজামণি পটেল (কংগ্রেস), সৈয়দ নাসির হুসেন (কংগ্রেস), অখিলেশ প্রসাদ সিংহ (কংগ্রেস)
এই ১২ জন সাংসদকে পুরো শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। অধিবেশন চলাকালীন হিংসাত্মক আচরণের অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে।
এদিকে, সংসদের দুই কক্ষেই আজ ধ্বনি ভোটে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল। অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রের তরফে কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।