মহা-কুম্ভ সম্পন্ন।
তবে এই কুম্ভ মহা কীনা, তা নিয়ে শিবরাত্রির আগের দিন উঠেছে প্রশ্ন। আর এই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪৪ বছর আগে কি হয়েছিল, সেই ব্যাপারে তিনি বিশেষজ্ঞদের থেকে মতামত চেয়েছেন। এবারের কুম্ভের আয়োজন ঘিরে শুরু থেকেই বিতর্ক চলছে। শেষদিনেও তা পিছু ছাড়েনি। এরমধ্যে ৩৫ দিনের এই মেলায় সঙ্গমে দেখা গিয়েছে তারকা যোগ। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে হালের ক্যাটরিনা কাইফ, সবাইকে দেখা গিয়েছে ত্রিবেণীতে এসে একবার ডুব দিতে।
কুম্ভে ডুব দিয়েই বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। তাঁর বিরুদ্ধে কেরল কংগ্রেসের অভিযোগ, বিজেপির কথা শোনায় বলি অভিনেত্রী ১৮ কোটি টাকার ঋণ মকুব করা হয়েছে। যা মিথ্যা বলেই পাল্টা দাবি করেছেন প্রীতি। কুৎসা বলেই নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।
পাশাপাশি এবার অনেক তারকাই রয়েছেন, যাঁরা কুম্ভের দিকে যাননি। হয়তো তাঁরা মনে করেছেন তাঁদের জীবনে এখনও অনেক পূন্য রয়েছে। তাই হয়তো তাঁরা ত্রিবেণীকে এড়িয়েছেন। এরমধ্যে রয়েছেন বলিউডের খানেরা। কুম্ভে দেখা যায়নি বীরদীপকে। উত্তরপ্রদেশের আদি বাসিন্দা হলেও সঙ্গমের জলে পা দেননি বচ্চনরাও। গান্ধী পরিবারও যোগী রাজ্যের এই মিলন মেলার দিকে ঘুরেও তাকায়নি।
তবুও এবারের কুম্ভ নিয়ে মহা দাবি করেছে যোগী সরকার। শিবরাত্রির শাহি স্নানের পর রাজ্য প্রশাসনের দাবি, এবারের মেলায় দেশি-বিদেশি মিলিয়ে যোগ দিয়েছে সাড়ে ৬৫ কোটি মানুষ। যা রেকর্ড নয়, মহা রেকর্ড। মৌনি অম্যাবসার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কোনও ঝুঁকি নেয়নি যোগী সরকার।
ওই ঘটনায় রাজ্যের বিজ্ঞাপনের মুখে বেশ ভাল করেই ঝামা ঘষে দিয়েছিল বিরোধীরা। তাই এবার অনেক আগে থেকে তৈরি ছিল উত্তরপ্রদেশ পুলিশ। শুধু নিরাপত্তা নয়, ৩৫ দিনের এই মেলায় জলকে নিয়েও কিছু কম ঘোলা হয়নি। সঙ্গমের জলের বিষ রয়েছে। এই রিপোর্ট এসেছে খোদ কেন্দ্রের দিক থেকেই। তাকে আবার বিধানসভায় দাঁড়িয়ে খারিজ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই জল আবার তাঁকে খেয়ে দেখতে চ্যালেঞ্জ করেছিলেন বলিউডের সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি।
ফলে গত ৩৫ দিন ধরে একটা টানটান মেলা দেখল গোটা জগৎ। আসছে বছর আবার হবে। কুম্ভের জন্য একথা হয়তো বলা যাবে না। কারণ, শাহি কুম্ভের জন্য আবার অপেক্ষা করতে হবে ১২ বছর। তাই শিবরাত্রির অমৃত স্নানেই এবারের মতো সম্পন্ন হল প্রয়াগের কুম্ভ মেলা।