বিনামূল্যে ছানি অপারেশন (Cataract Surgery) করাতে গিয়ে বিপত্তি। সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারালেন ১৫ জন রোগী। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) মুজফফরপুর (Muzaffarpur) জেলায়।
মুজফফরপুর হাসপাতালের (Muzaffarpur Eye Hospital) সিভিল সার্জেন বিনয় কুমার শর্মা বলেন, তিনি হাসপাতালের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন। এই ক্যাম্পে যাদের সার্জারি হয়েছে, তার সম্পূর্ণ তালিকাও চেয়েছেন তিনি।
২২ নভেম্বর মুজফফরপুরে এই শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে, মোট ৬৫ জনের ছানি অপারেশন হয়েছিল সেদিন। এদের মধ্যে কয়েকজন সার্জারির পর অভিযোগও করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষ সার্জেনরাই এই শিবিরে ছানি অপারেশন করেছিলেন। কিন্তু সেদিন একজন ডাক্তার কতজন এই অপারেশন করেন, তা নিয়ে মুখ খুলতে চায়নি কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে খবর, বিনামূল্যে ছানি অপারেশনের জন্য স্থানীয় গরীব গ্রামবাসীরা এই শিবিরে এসেছিলেন।