ফের সেনা -জঙ্গি গুলির লড়াইয়ে অশান্ত ভূ স্বর্গ। এই এনকাউন্টারে এখনও পর্যন্ত দুই জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে কাশ্মীর জোন পুলিশের তরফে। বারামুলা জেলার সোপোরের ওয়ারপোরা গ্রামে ২ জঙ্গি লুকিয়ে রয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
এরপর ওয়ারপোরাতে শুরু হয় দু'পক্ষের গুলির লড়াই। পুলিশের তরফে জানানো হয়েছে প্রথমে জঙ্গিরাই গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরা।
পুলিশ জানিয়েছে, নিহত দুই জঙ্গি লস্কর জঙ্গিগোষ্ঠীর সদস্য। এদের মধ্যে এক জঙ্গি ফায়াজ ওয়ারের বিরুদ্ধে সেনাবাহিনীর ওপর হামলা, সাধারণ নাগরিক ও জওয়ানকে খুন-সহ একাধিক অভিযোগ রয়েছে। উত্তর কাশ্মীরে একাধিক হামলার ঘটনায় জড়িত ছিলেন ফায়াজ, জানিয়েছেন কাশ্মীর আইজিপি।