দেশ জুড়ে করোনা সংক্রমণ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩,০৫৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৬ জনের। গত আট মাসে এটাই দেশের সর্বনিম্ন দৈনিক সংক্রমণ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যাও কমতে শুরু করছে। উৎসবের মরশুমে গোটা দেশে যা স্বস্তির কারণ। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ০.৫৬ শতাংশ। গত ২২১ দিনে যা সর্বনিম্ন। দৈনিক পজিটিভ রেটও গত ৪৯ দিনে তিন শতাংশ কমেছে। এখনও পর্যন্ত দেশে মোট কোভিডে মারা গিয়েছেন ৪ লক্ষ ৫২ হাজার ৪৫৪ জন।
চলতি বছরের শুরু থেকেই ভ্যাকসিনেশন দেওয়ার কাজ শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৯৮ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৪১১ জন নাগরিকের ভ্যাকসিনেশন শেষ হয়েছে।