তিনজন আন্দোলনকারী মহিলা কৃষককে পিষে দিল ট্রাক। দিল্লি সীমান্তের এই ঘটনায় শুরু হয়েছে তোলপাড়।
রাজধানী থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে গতকাল দুর্ঘটনা ঘটে। কয়েকমাস ধরে হরিয়ানা-দিল্লি সীমানায় চলছে কৃষকদের অবস্থান-বিক্ষোভ। পালা করে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। অবস্থান মঞ্চ থেকে বাড়ি ফেরার জন্য রাস্তার ডিভাইডারের ওপর বসে অটোর জন্য অপেক্ষা করছিলেন কয়েকজন মহিলা আন্দোলনকারী। তখনই তাঁদের পিষে দেয় বেপরোয়া ট্রাক।
Agni 5 Missile: আরো শক্তিশালী হল ভারতীয় সেনা, চিনকে কড়া বার্তা দিয়ে নয়া মিসাইলের পরীক্ষা
ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান আরও এক মহিলা। মৃতরা পাঞ্জাবের মানসা জেলার বাসিন্দা। গুরুতর জখম আরও তিন মহিলা কৃষক আন্দোলনকারী। ঘাতক ট্রাকের চালক পলাতক।