জম্মু-কাশ্মীরে বড়সড় সাফল্য সেনাবাহিনীর। ২৪ ঘণ্টায় সেনার গুলিতে নিহত ৪ জঙ্গি। দক্ষিণ কাশ্মীরে দুটি জায়গায় একসঙ্গে চলা গুলি বিনিময়ে মোট চার জঙ্গির মৃত্যু হয়েছে। বুধবার কুলগামে সেনার গুলিতে মৃত্যু হয় ২ লস্কর জঙ্গির। পাশাপাশি, পুলওয়ামার এনকাউন্টারে আরও ২ জঙ্গির মৃত্যু হয়েছে।
উল্লেখ্য,২০১৬ র ৮ জুলাই মৃত্যু হয়েছিল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির। এরপর থেকে প্রতি বছর আট জুলাই জঙ্গিরা হামলা চালানোর সুযোগ খোঁজে। কিন্তু হামলা চালানোর আগেই তাদের চেষ্টা ভেস্তে দিয়েছে নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার বলেছেন, গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে ৪ জঙ্গির গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে। এজন্য তিনি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।