ফের প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকারের টিকা নীতি। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে্ দেশের বেসরকারি হাসপাতালের জন্য বরাদ্দ টিকার ৫০ শতাংশ কিনে নিয়েছে দেশের নটি বড় হাসপাতাল। পরিসংখ্যানে দেখা যাচ্ছে মে মাসের মধ্যে বেসরকারি হাসপাতালের জন্য বরাদ্দ ১.২০ কোটি ডোজের মধ্যে ৬০.৫৭ লক্ষ ডোজই কিনে ফেলেছে দেশের নটি প্রথম সারির বেসরকারি হাসপাতাল। তালিকায় রয়েছে, অ্যাপোলো,ম্যাক্স হেলথ কেয়ার,রিলায়েন্স ফাউন্ডেশন পরিচালিত এইচএন হাসপাতাল ট্রাস্ট,মেডিকা, ফর্টিস হেলথ কেয়ার, গোদরেজ, মণিপাল হেলথ,নারায়ণা হৃদয়ালয় এবং টেকনো ইন্ডিয়া ডামা।এরজেরে ছোট ও মাঝারি শহরের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে দেখা দিয়েছে টিকার চরম সঙ্কট