তাঁর শরীরে ক্যানসার বাসা বেঁধেছে দু, দু-বার। প্রথম বারের লড়াই জিতে জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা কাজে ফিরেছিলেন পুরোদমে। কিন্তু চলতি বছরের শুরুতেই দ্বিতীয় বার কর্কট রোগ ফের জানান দিল তার উপস্থিতি, এবার আগের চেয়েও জাঁকিয়ে। কিন্তু এ গল্পটা রোগের নয়, বরং রোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার। চিকিৎসা চলছে, ক্যানসারের চিকিৎসা জনিত শারীরিক ক্ষয়, দুর্বলতা সবই রয়েছে ঐন্দ্রিলার, তবে তার চেয়েও অনেক বেশি করে যেটা রয়েছে, তা হল ভরপুর প্রাণশক্তি।
শুধুমাত্র চুলই নারীর সৌন্দর্য নয়, প্রমাণ করলেন ঐন্দ্রিলা শর্মা
সার্জারির পাঁচ মাস পর নিজের প্যাশন, নাচের সঙ্গে প্রথমবার মোলাকাত ঐন্দ্রিলার। ফেসবুকে পোস্ট করেছেন নাচের ভিডিও। আগে থেকে জানা না থাকলে দেখে বোঝার উপায় নেই, শরীর কত দুর্বল। আসলে ঐন্দ্রিলা জানেন, মুহূর্তে বেঁচে নেওয়া, সবটুকু রূপ রস গন্ধ শুষে নেওয়াই তো জীবন।