মিমির পর নুসরত! আর কোন কোন টলি নায়িকার সঙ্গে রোম্যান্সে মজেছেন শাকিব খান?

Updated : Mar 28, 2025 15:39
|
Editorji News Desk

একসময়, টলিউডে কাজ করা স্বপ্ন ছিল বাংলাদেশের অভিনেত্রীদের। যদিও সেই যুগের পরিসর ছিল সীমিত, কিন্তু ধীরে ধীরে শাবনূর, মৌসুমী, পপি কিংবা পূর্ণিমার মতো একের পর এক বাংলাদেশি নায়িকারা টলিউডে জায়গা করে নিয়েছিলেন। বর্তমানে সেই ধারা বজায় রেখেছেন জয়া বাঁধনের মতো পদ্মাপাড়ের জনপ্রিয় নায়িকারা। যারা টলিনায়িকাদের মতো জনপ্রিয়তাও অর্জন করেছেন। জমিয়ে কাজও করছেন টলিউডে। 

কারণ শিল্প কখনোই কাঁটাতার মানে না। শিল্পের বিনিময় নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রায় সব দেশেই এ প্রবণতা লক্ষ করা যায়, বিশেষ করে একই ভাষাভাষী শিল্পীদের যৌথ কাজে সিনেমাপ্রেমীদের বাড়তি কিছু প্রাপ্তি যোগ হয় বলেও মনে করেন অনেকে। তাই বেশ কিছু বছর ধরে টলি অভিনেতাদের বাংলাদেশে গিয়ে কাজ করার প্রবণতা বেড়েছে।

একদিকে ঢাকার সুপারস্টার শাকিব খানের জনপ্রিয়তার সঙ্গে টলিউডের জনপ্রিয় নায়িকাদের জুটি দুই বাংলার সিনেমাপ্রেমীদের মনে নতুন উন্মাদনা জাগিয়েছে। ‘তুফান’ ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে তাঁর রসায়ন যখন দুই বাংলায় ঝড় তুলেছে, তখন নুসরত জাহানও পিছিয়ে নেই। এই তালিকায় যোগ হয়েছেন আরও দুই টলি সুন্দরী। 

ইদে মুক্তি পেতে চলেছে পদ্মাপাড়ের অভিনেতা শাকিব খানের  বহু  প্রতীক্ষিত ছবি 'অন্তরাত্মা'। এই ছবিতে নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন টলিস্টার দর্শনা বণিক। ২০২১ সালে শাকিব খান আর দর্শনা জুটির 'অন্তরাত্মা' ছবির শুটিং শুরু হয়। ছবির শুভ মহরতের আগেই ঠিক হয়ে গিয়েছিল ওই বছরের ইদে মুক্তি পাবে ছবিটি। কিন্তু বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি। তারপর দীর্ঘ চার বছরের অপেক্ষা। অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র মিলতেই চলতি ইদে বড়পর্দায় আসতে চলেছে এই ছবিটি। 

ইতিমধ্যেই সামনে এসেছে ছবির প্রথম ঝলক। ত্রিকোণ প্রেমের টানাপড়েন নিয়েই ছবির গল্প বলে জানা গিয়েছে। মুক্তি পেয়েছে এই ছবির প্রথম গানও। রবিউল ইসলাম জীবনের কথা ও ইন্দ্রদীপ দাশগুপ্তের কম্পোজিশনে এই গানটি গেয়েছেন বলিউড সংগীতশিল্পী জুবিন নটিয়াল।

শুধু দর্শনা বণিক নন। টলিপাড়ার অনেকে নায়িকার সঙ্গে শাকিবের অন-স্ক্রিন রোম্যান্স সাড়া ফেলেছে দুই দেশের অনুরাগীদের মধ্যে। তারমধ্যে বেশ কয়েকটি তো এক্কেবারে ব্লকবাস্টার। এর মধ্যে রয়েছে 'দুষ্টু কোকিল'। এই ব্লকবাস্টার গানে শাকিব নেচেছিলেন মিমি চক্রবর্তীর সঙ্গে। বর্তমানে 'অন্তরাত্মা'র পাশাপাশি শাকিব খানের আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রিয়েছে। 

ছবির নাম 'বরবাদ'। শাকিবের এই ছবিতেও কিন্তু নায়িকা এক টলিসুন্দরী। তিনি হলেন ইধিকা পাল। আর এই ছবিতে রয়েছে একটি আইটেম সং 'চাঁদমামা'। যে গানের এক ঝলক সামনে আসতেই উচ্ছ্বসিত নেটপাড়া। কারণ এই গানে শাকিবের সঙ্গে অনস্ক্রিন রোমান্স করেছেন নুসরত জাহান। 

বরবাদ ছবির একটি গান ইতিমধ্যেই বাংলাদেশে মুক্তি পেয়েছে। ইধিকা আর শাকিবের এই গান ইতিমধ্যেই বেশ সুপারহিট বাংলাদেশে। অন্যদিকে, এই ছবিরই 'চাঁদমামা' গানে নুসরতকে যেভাবে কাছে টেনে নিচ্ছেন শাকিব, তা কিন্তু বেশ নজর কেড়েছে নুসরতের অনুরাগীদেরও। ফলে বোঝাই যাচ্ছে টলিপাড়ার বিভিন্ন নায়িকার সঙ্গে বাংলাদেশের সুপারস্টারের রসায়ন বেশ জমে উঠেছে। 

ইদে শাকিব-দর্শনা অভিনীত 'অন্তরাত্মা' মুক্তি পেলেও, ইধিকা-শাকিবের 'বরবাদ' নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। তবে, জানা গিয়েছে সোমবার ছাড়পত্রের জন্য ছবিটি জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। ফলে, এই ছবির মুক্তি এখন শুধুই সময়ের অপেক্ষা। পরিচালক মেহেদী হাসানের এই ছবিতে দেখা যাবে যীশু সেনগুপ্তকেও। 

Shakib Khan

Recommended For You

editorji | বিনোদন

Rhea Chakraborty: সুশান্ত মামলায় নির্দোষ ঘোষণা রিয়া চক্রবর্তীকে, কিন্তু অপমানের কি ক্লিনচিট হয়?

editorji | বিনোদন

Tele Serial : মিঠিঝোরা-য় এবার ত্রিকোণ প্রেম ! পরিণীতা-তে জোর টক্কর, কোন সিরিয়ালে কী টুইস্ট, জানুন

editorji | বিনোদন

Bollywood Gossip : আমিরের নতুন প্রেমিকা ! কেঁদে ভাসাচ্ছেন ইরা, ঐশ্বর্য রাইয়ের ত্রিকোণ প্রেমের সম্পর্ক !

editorji | বিনোদন

Dainee Review : ডাইনি প্রথার বিরুদ্ধে মিমি-র বেঁচে থাকার লড়াই, কেমন হল ওয়েব সিরিজটি ?

editorji | বিনোদন

Aamir Khan Birthday: হোলিতে আরও রঙিন আমির, 90s'-এর চকোলেট বয়ের আজ ৬০ !