ওয়াংখেড়ে টেস্টের (Wangkhede Test) দ্বিতীয় দিনে রেকর্ড গড়লেন নিউজিল্যান্ড বোলার অজাজ পটেল (Ajaz Patel)। এক ইনিংসে ১০ উইকেট তুলে নিলেন তিনি। ৩২৫ রানে শেষ হল ভারতের ইনিংস। ১৫০ রান করলেন মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে তৃতীয় কোনও বোলার এক ইনিংসে ১০ উইকেট তুলে নিলেন। এই তালিকায় এর আগে ছিলেন জিম লেকার ও অনিল কুম্বলে (Anil Kumble)। দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি ভারতের। মধ্যাহ্ন ভোজ পর্যন্ত ভারতের রান ছিল পাঁচ উইকেটে ২৮৫। ওয়াংখেড়েতে ৩২৫ রানে প্রথম ইনিংস শেষ করে টিম ইন্ডিয়া।
সপ্তম উইকেটে অক্ষর পটেলের সঙ্গে ৬৭ রানের পার্টনারশিপ করেন মায়াঙ্ক। শুক্রবার পূজারা ও বিরাটকে ফেরান অজাজ পটেল। দ্বিতীয় দিনের শুরুতেই পরপর দুই বলে উইকেট তুলে নিয়েছিলেন এই কিউয়ি বোলার। মধ্যাহ্নভোজের পর পাঁচ উইকেট তোলেন তিনি।