সুপ্রিম কোর্টে (Supreme Court) আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Banerjee) মামলার শুনানি পিছিয়ে গেল। আগামী ২২ নভেম্বর পরবর্তী শুনানি। কেন্দ্রের তদন্তে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta HighCourt) আবেদন করেন ও জয় পান আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে কেন্দ্র।
সুপ্রিম কোর্টকে আলাপন বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলার গোটা বিষয়টি বোঝানোর জন্য সময় চেয়ে নেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Mehta)। এরপর কেন্দ্র জানায়, গোটা মামলাটি আদালতে জানানোর জন্য হলফনামা দেওয়া হবে। কেন্দ্রকে সোমবার পর্যন্ত সময় দিয়েছিল আদালত। এরপর শুনানি পিছিয়ে দেওয়া হয়। পরবর্তী শুনানি ২২ নভেম্বর।
অবসরের আগের মুহূর্তে কার্যকালের মেয়াদ বাড়ানো হয় আলাপন বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু নির্দেশ না মেনে নির্দিষ্ট সময়েই অবসর গ্রহণ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তদন্ত শুরু করে কেন্দ্র। তদন্ত খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের বেঞ্চে আবেদন করেন আলাপন বন্দ্যোপাধ্যায়।