নাগাল্যান্ডে(Nagaland) সেনা(Army) এবং অসম রাইফেলসের(Assam Rifles) গুলিতে গ্রামবাসীদের মৃত্যুর ঘটনাকে 'গভীর দুঃখজনক' আখ্যা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) সোমবার বলেন, ভুল বোঝাবুঝির কারণেই নাকি নাগাল্যান্ডে গুলি চলেছিল। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়ে বলেন, "বিশেষ তদন্তকারী দল গঠন(সিট) করা হচ্ছে, ঘটনার তদন্ত হবে।" তিনি আরও জানান, এক মাসের মধ্যেই রিপোর্ট পেশ করবে বিশেষ তদন্তকারী দল।
অমিত শাহ(Amit Shah) জানিয়েছেন, শনিবার রাতে মন জেলার ওটিং গ্রামের কাছে জঙ্গী(Terrorist) ভেবে ভুল করে খনি শ্রমিকদের(Coal labour) গাড়িতে গুলি চালিয়ে ফেলে সেনা(Army)। সেনার গুলিতে গাড়ির ৮ জন যাত্রীর মধ্যে ৬ জনই ঘটনাস্থলে মারা যান। আহত দু'জন শ্রমিককে সেনারা(Army) হাসপাতালে নিয়ে যান বলে লোকসভায় জানান অমিত শাহ। গ্রামবাসীদের হামলায় এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন- Nagaland firing: নাগাল্যান্ডে 'অবাধে গুলিচালনা' বাহিনীর, অভিযোগ করে এফআইআর রাজ্য পুলিশের
গাড়িতে গুলি চালানোর পর গ্রামবাসীরা এলাকায় অসম রাইফেলসের(Assam Rifles) শিবিরে চড়াও হলে আত্মরক্ষার্থে সেনা গুলি চালায়। ফলে আরও ৭ গ্রামবাসীর মৃত্যু হয়।