রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। কাশ্মীর সফরে গিয়ে একথা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নির্বাচনের পরই জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে। এমনটাই জানালেন অমিত শাহ।
তিনদিনের সফরে শনিবার জম্মু-কাশ্মীর যান অমিত শাহ। আসন পুনর্বিন্যাসের পর নির্বাচন হবে কাশ্মীরে। তারপরই রাজ্যের মর্যাদা ফিরে পাবে উপত্যকা। ২০১৯ সালের অগাস্টে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ (370 Act) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার। তারপর প্রথম কাশ্মীর সফরে অমিত শাহ। এদিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান, উপ রাজ্যপাল মনোজ সিনহা।
মাত্র কয়েকদিন আগে জঙ্গিদের গুলিতে নিহত হন পুলিশকর্মী পারভেজ আহমেদ। তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহিদ পুলিশকর্মীর স্ত্রীকে চাকরির প্রস্তাব দেন তিনি।