চিনের চোখরাঙানি বন্ধ করতে কড়া পদক্ষেপ নিল ভারত। জঙ্গি দমনে লাদাখ সীমান্তে মোতায়েন করা হয়েছে আরও ১৫ হাজার সেনা।
লাদাখে ভারত-চিন সীমান্তে লাল ফৌজ যাতে তাদের পেশিশক্তির আস্ফালন করতে না পারে সে কারনেই জঙ্গি দমনে দক্ষ বাহিনীকে মোতায়েন করা হয়েছে সীমান্তে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের তৎপরতা দেখে কোনও রকম ঝুঁকি নিতে চায় না সরকার। তাই এ বার আরও বেশি সেনা সেখানে মোতায়েন করা হয়েছে।
সেনার ১৭ মাউন্টেন স্ট্রাইক কোর-কে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই কোরের আরও ১০ হাজার সেনা ভারত-চিন সীমান্তে পাঠানো হয়েছে। গত বছর থেকেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দু’দেশের মধ্যে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে