IAF Helicopter Crash: তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল সেনার (Indian army) এমআই-17 কপ্টার। জঙ্গলের মধ্যে কপ্টার ভেঙে (Helicopter crashes) পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। হেলিকপ্টারে ছিলেন সেনার কর্তারা। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, ওই হেলিকপ্টারেই ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (Bipin Rawat)। হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের পরিবারের সদস্যরাও। তাঁর স্ত্রীও ওই কপ্টারেই ছিলেন বলে জানা গিয়েছে।
তামিলনাড়ু-কর্নাটক সীমানায় নীলগিরিতে ভেঙে পড়ে হেলিকপ্টার। বেলা ১২.৪০ নাগাদ ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় পড়ার পর সেনার হেলিকপ্টারে আগুন লেগে যায়।
এই ঘটনার পরে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।