করোনা টিকার আকাল দেখা দিয়েছে দিল্লিতে। তাই সবাইকে অহেতুক টিকাকেন্দ্রের বাইরে না দাঁড়ানোর অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ১ মে থেকেই দেশজুড়ে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হচ্ছে। কিন্তু, এই মুহূর্তে দিল্লিতে টিকা নেই। তাই শুক্রবার সকালে টুইট করে দিল্লিবাসীকে টিকার লাইনে না দাঁড়ানোর জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। তবে আগামী ১-২ দিনের মধ্যে টিকা এসে যাবে বলে আশাবাদী তিনি। তাই দিল্লিতে টিকা পৌঁছালে সবাইকে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন কেজরিওয়াল।