অসম এবং মিজোরামের সীমান্তে সংঘর্ষের ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে বড় পদক্ষেপ করল মিজোরাম পুলিশ। নজিরবিহীন ভাবে তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়েছে। হিমন্ত বিশ্বশর্মার পাশাপাশি অসমের চার শীর্ষ পুলিশ আধিকারিক, দুই আমলা ও অসম পুলিশের ২০০ জন পুলিশকর্মীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে মিজোরাম পুলিশের পক্ষ থেকে।
গত ২৬ জুলাই এই FIR দায়ের করেছে মিজোরাম পুলিশ। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা, অস্ত্র আইন ও মিজোরাম কনটেনমেন্ট অ্যান্ড প্রিভেনশন অফ কোভিড ১৯ আইন, ২০২০-র ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
মিজোরাম পুলিশ এফআইআরে উল্লেখ করেছে যে, অসম পুলিশের আইজিপির নেতৃত্বে একটি সশস্ত্র দল জোর করে তাদের পুলিশ ক্যাম্প দখল করতে এসেছিল। মিজোরাম পুলিশের সংখ্যা কম থাকায় ওই সশস্ত্র দলের সঙ্গে টক্কর দিতে পারেনি।
সীমানায় সংঘর্ষের ঘটনায় অসমকেই দায়ী করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। অসম পুলিশই প্রথম গুলি চালায় বলে অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে, হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, তাঁরা শান্তি চান।