মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশের (Maharastra Police)। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের অভিযানে অন্তত ২৬ মাওবাদী জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মাওবাদীদের পালটা গুলিতে ৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে পুলিস সূত্রের দাবি। ওই ৪ জনকে ইতিমধ্যেই এয়ারলিফট করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
গড়চিরৌলি দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ নকশালপন্থী সংগঠন সিপিআই মাওবাদীদের (Maoist) শক্ত ঘাঁটি। প্রায় প্রতিদিনই এই এলাকায় সেনা জওয়ান তথা সাধারণ নাগরিকদের টার্গেট করে নকশালপন্থীরা। মাঝে মাঝেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশও।
Maoist leader arrested: ঝাড়খন্ড পুলিশের হাতে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা প্রশান্ত বসু ও তাঁর স্ত্রী
তেমনই শনিবার মাওবাদীদের দমন করার লক্ষ্যেই ওই এলাকার প্রত্যন্ত বনাঞ্চলে অভিযান চালাতে যায় মহারাষ্ট্র পুলিশের সি-৬০ (C-60) বাহিনীর একটি দল। বন্দুকযুদ্ধে অবস্থানগত কারণে বেকায়দায় পড়ে যায় মাওবাদীরা।