'পদ্মভূষণ'(Padma Bhusan) সম্মানে সম্মানিত হলেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু । সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন । এছাড়া, মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল (Rani Rampal) পদ্মশ্রী পুরস্কার (Padma Shri) ২০২০ সম্মানে ভূষিত হয়েছেন ।
সোমবার পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এদিন ভারতের বিভিন্ন ক্ষেত্রের তারকাদের হাতে পদ্ম সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।
ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্ম সম্মান । পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিন বিভাগে দেওয়া হয়ে থাকে পুরস্কারগুলো ।