আজ রাণী মার জন্মদিন। আহা, মানছি তিনি পর্দার রানী মা ছিলেন, কিন্তু দিতিপ্রিয়ার জনপ্রিয়তা এখনও রানী রাসমনির চরিত্রের জন্যেই। যদিও সিরিয়ালে তার পার্ট শেষ হয়েছে, কিন্তু বাঙালির ড্রয়িং রুমে দিতিপ্রিয়া এখনও রানী মা-ই। বাংলা টেলিজগতে শিশু শিল্পী হিসেবে এসেই সকলের মন কেড়ে নেওয়া দিতিপ্রিয়া আজ ১৯ এ পড়লেন।
দিতিপ্রিয়া আগেই জানিয়েছেন, রানীমার চরিত্রের জন্য যে ভালোবাসা তিনি পেয়েছেন, তা মনে রাখার মত। তবে চরিত্র নিয়ে বিশেষ হ্যাং ওভার নেই তার। দিতিপ্রিয়ার সোশ্যাল অ্যাকাউন্টে চোখ রাখলেই বেশ ঠাওর করা যায় তা। চুলের কাট থেকে পোশাক, সবেতেই আধুনিকতার ছোঁয়া। বোল্ড লুকেও যথেষ্ট স্বছন্দ ট্রেন্ডি রানী মা।
সকাল থেকেই সোস্যাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি। অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন ছোট পর্দার এই সেনসেশনকে।