দৈনিক টিকাকরণে এক নতুন মাইলফলক ছুঁল ভারত। একদিনে রেকর্ড ১ কোটি ৮ লক্ষ ডোজ ভ্যাক্সিনেশন হল সারা দেশে। কো উইন অ্যাপের হিসেব বলছে, গত ২৭ অগাস্ট দেশে ১ কোটি ৮ লক্ষ ৮৪ হাজার ৮৯৯ জনের করোনা টিকাকরণ হয়েছে। ভারতের টিকাকরণে দৈনিক সংখ্যার নিরিখে এটাই সর্বোচ্চ।
কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের হিসেব বলছে, এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণের সংখ্যা ৬৫ কোটি ছাড়িয়েছে। এদের মধ্যে ৫০ কোটি ১২ লক্ষ প্রথম ডোজ, দ্বিতীয় ডোজের সংখ্যা প্রায় ১৫ কোটির কাছাকাছি।