করোনা আবহে এবার স্থগিত হল জয়েন্ট এনট্রান্স এক্সামিনেশন (জেইই) মেইন। সিবিএসই, আইসিএসসি-র বোর্ড পরীক্ষার পর এবার জেইই মেইনও স্থগিত রাখা হল। পরীক্ষা হওয়ার কথা ছিল ২৭, ২৮, ৩০ এপ্রিল।পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই পরামর্শ, ট্যুইট কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কের। তিনি বলেছেন, পড়ুয়াদের সুরক্ষা ও কেরিয়ার তাঁদের কাছে বরাবরই অগ্রাধিকার পায়। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার পরবর্তী দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে। পরীক্ষার দিন ও দিন ঘোষণার মধ্য়ে অন্তত ১৫ দিন সময় থাকবে। যাতে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার সময় পায় তাই এই সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এই কথা রবিবার জানানো হয়েছে।