রাজ কুন্দ্রার সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন শিল্পা শেট্টি। পর্নোগ্রাফি কাণ্ডের জেরেই এই সিদ্ধান্ত নিচ্ছেন শিল্পা। এমনটাই খবর।
২০০৯ সালে রাজ কুন্দ্রারকে বিয়ে করেছিলেন শিল্পা। ২০১২ সালের ২১ মে তাদের প্রথম সন্তান বিহানের জন্ম হয়। ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান সামিশার জন্ম হয়। দ্বিতীয়বার সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন শিল্পা। স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই ছিলেন ‘বাজিগর’ নায়িকা।
কিন্তু চলতি বছরের ১৯ জুলাই সব হিসাব পাল্টে যায়। পর্ন ছবি তৈরির অভিযোগে গ্রেফতার হন শিল্পার স্বামী রাজ। এরপর প্রকাশ্যেই রাজের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন শিল্পা। অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।