ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ। ১৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। ওএমআর শিটে পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনের জন্য কী কী লাগবে, জেনে নিন বিশদে।
শূন্যপদ
এই পদে মোট ১৩জনকে নিয়োগ করা হবে। ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে নিয়োগ করা হবে।
বেতন
এই পদে যোগ্য প্রার্থীদের ন্যূনতম বেতন হবে ৪০ হাজার টাকা। সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা। পাশাপাশি ডিয়ারনেস অ্যালাউন্স পাবেন কর্মীরা।
বয়সসীমা
এই পদে আবেদনের ন্যূনতম বয়স ১৮ বছর। সর্বাধিক বয়স ২৭ বছর।
শিক্ষাগত যোগ্যতা
NFL-এ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের স্নাতক পাস করতেই হবে। দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্য়াকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া থেকে CA বা সমমর্যাদা সম্পন্ন ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এমবিএ ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
বেতন
প্রার্থীদের ন্যূনতম বেতন হবে ৪০ হাজার টাকা। সর্বাধিক বেতন হবে ১ লক্ষ ৪০ হাজার টাকা। এক বছর ট্রেনিং সম্পূর্ণ হলে ৩ শতাংশ বেতন বাড়বে।
আবেদন ফি
এই পদে আবেদন করতে প্রার্থীদের ৭০০ টাকা আবেদন ফি দিতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।