ভারতের কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা আধার দফতরে চাকরির সুযোগ। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
পদের নাম
ডেপুটি ডিরেক্টর এবং সিনিয়র অ্যাকাউন্ট অফিসার
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কস্ট অ্যাকাউন্ট্যান্ট, এমবিএ ফিনান্স অথবা SAS পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
প্রার্থীদের বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।
বেতন
ডেপুটি ডিরেক্টর পদে মাসিক বেতন ধার্য করা হয়েছে ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা পর্যন্ত।
সিনিয়র অ্যাকাউন্টস অফিসারের বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত।
নিয়োগস্থল
এই পদে এই সংস্থার সদর দফতর অর্থাৎ হায়দরাবাদে নিয়োগ করা হবে।
আবেদনের নিয়ম
অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট নথি সহ জমা করতে হবে।
আবেদন জমা করার ঠিকানা
রিজিওনাল অফিস 6th ফ্লোর, স্বর্ণজয়ন্তী কমপ্লেক্স, মথুরাবনমের কাছে, আমীরপত, হায়দরাবাদ, পিন- ৫০০০৩৮।
আবেদনের শেষ তারিখ
এই পদে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।