বিগত কয়েক বছরে অতিমারী সহ নানা কারণেই
বাংলা ছবির রমরমা কমছিল। ছবিটা অনেকটা পাল্টেছে ২০২২-এ। একের পর এক বাংলা ছবি দর্শককে হলমুখী করেছে। সেরকমই সেরা পাঁচটি ছবি বেছে নিল এডিটরজি বাংলা।
অপরাজিত
বছরজুড়েই বিতর্ক পিছু ছাড়েনি অনীক দত্তের অপরাজিত ছবিটির। সত্যজিৎ রায়ের প্রথম ছবি 'পথের পাঁচালী' নির্মানের গল্প নিয়েই ছবি। অস্কারজয়ী পরিচালকের ভূমিকায় জিতু কমলকে নেওয়া থেকে মুক্তির পর কলকাতার সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে জায়গা না পাওয়া, সব নিয়েই আলোচনায় থেকেছে অপরাজিত ছবিটি।
দোস্তজি
পরিচালক প্রসুন চট্টোপাধ্যায়ের প্রথম ছবি। সাম্প্রদায়িক দাঙ্গার এক টালমাটাল পরিস্থিতিতে বাংলার এক গ্রামের দুই বন্ধুর গল্প নিয়ে ছবি। ট্রেলার দেখে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন।
Isha saha-Indraneil sengupta: প্রেমে পড়েছেন ফেলুদা? ছবির প্রিমিয়ারে কিন্তু বসন্তের গন্ধ
বল্লভপুরের রূপকথা
অনির্বাণ ভট্টাচার্যর বড়পর্দায় প্রথম পরিচালনা। বাদল সরকারের নাটক নিয়েই ছবি, এমন কী ছবির কলাকুশলী প্রত্যেকেই মঞ্চাভিনেতা। নাটকের আদলে সিনেমার হয়ে ওঠা বাংলা ছবিতে এই প্রথম।
হাওয়া
ওপার বাংলার গণ্ডি পেরিয়ে এ পারে জনপ্রিয় হতে সময় লাগেনি চঞ্চল চৌধুরি অভিনীত ছবি 'হাওয়া'র। প্রথমে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, তারপর কলকাতা আন্তর্জাতিক উৎসব হয়ে এপার বাংলার হলে মুক্তি। হাওয়া নয়, দর্শকের মনে রীতিমতো ঝোরো হাওয়া বইয়ে দিয়েছে ছবিটি।
বিসমিল্লা
একই সঙ্গে সাম্প্রদায়িকতা বিরোধী এবং অসমবয়সী ভিন্ন ধারার প্রেমের কথা বলে ইন্দ্রদীপ দাসগুপ্তের এই ছবি। ছবিতে ঋদ্ধি সেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় বহুল প্রশংসিত হয়েছে।