বিনোদন জগতে পরপর দুঃসংবাদ। প্রয়াত জনপ্রিয় অভিনেতা নীতিশ পাণ্ডে। মাত্র ৫১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'অনুপমা' খ্যাত নীতিশ পাণ্ডের।
নাসিকের কাছে ইগতপুরিতে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। অভিনেতার আকস্মিক মৃত্যুর খবরে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া।
নীতিশের শ্যালক সিদ্ধার্থ নগর সোশ্যাল মিডিয়ায় অভিনেতার প্রয়াণের খবর জানিয়েছেন।
ছোট পর্দার পাশাপাশি বড়পর্দায়ও সমান তালে অভিনয় করেছিলেন নীতিশ, 'ওম শান্তি ওম, দাবাং ২, খোসলা কা ঘোসলার মতো জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল।