করোনা (Coronavirus) আক্রান্ত বলিউড অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi) । সোমবার রাতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে কোভিড পজিটিভ হওয়ার খবর দিয়েছেন জাভেদ আখতারের (Javed Akhtar) স্ত্রী । বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি ।
সাবানা আজমি লেখেন, 'কোভিডে আক্রান্ত । বাড়িতেই আইসোলেশনে রয়েছি । যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের প্রত্যেককে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি ।' তাঁর পোস্টের পর থেকেই কমেন্ট করেছেন তাঁর সহকর্মী থেকে শুরু অনুরাগীরা । তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন দিব্যা দত্ত, সারা আলি খান, মণীশ মালহোত্রা-সহ আরও অনেকে ।
আরও পড়ুন, Kajol covid positive : করোনা আক্রান্ত কাজল, কঠিন সময়ে মেয়ে নাইসার হাসিভরা মুখের ছবি পোস্ট অভিনেত্রীর
তবে, বনি কাপুর (Boney Kapoor) চিন্তিত জাভেদ আখতারকে নিয়ে । পোস্টে বনি কাপুর শাবানা আজমিকে জাভেদ আখতারের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন । এছাড়া, আরও অনেকেই জাভেদজির শারীরিক কুশল সম্পর্কে খোঁজখবর নিয়েছেন ।
করোনার তৃতীয় ঢেউয়ে বলিউডে (Bollywood) একের পর এক তারকা কোভিডে (Covid) আক্রান্ত হয়েছেন । এই তালিকায় রয়েছে করিনা কাপুর, অর্জুন কাপুর থেকে শুরু করে জন আব্রাহাম, নোরা ফতেহি, সোনু নিগম, কাজল-সহ আরও অনেকে ।