দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে । পুজো মোডে চলে গিয়েছে কলকাতা । মহালয়া থেকেই শুরু হয়ে গেল উৎসবের সূচনা । বিশেষ দিনটি অনেকে শুরু করেছেন মন্দিরে পুজো দিয়ে । তাই শনিবার সকাল থেকেই কালীঘাটে ভিড় । ভোর থেকেই লাইন দিয়ে পুজো দিচ্ছেন ভক্তরা । আর এই ভিড়ের মাঝে দেখা গেল একজন বলি অভিনেত্রী । যাঁর সঙ্গে কলকাতার যেন আলাদাই একটা কানেকশন রয়েছে । কথা হচ্ছে বিদ্যা বালানের । শুক্রবারই শহরে এসেছেন অভিনেত্রী । আর শনিবার সকাল সকাল পৌঁছে গেলেন কালীঘাট মন্দিরে । মায়ের পুজো দিলেন 'কাহানি'-র নায়িকা ।
এদিন, বিদ্যা বালানকে দেখা গেল একেবারে বাঙালি সাজে । পরনে ছিল লাল শাড়ি, চুল তুলে খোঁপা করা । কপালে লাল টিপ, কানে দুল... হাতে পুজোর ডালা নিয়ে খালি পায়ে মন্দিরে পৌঁছতেই, তাঁকে দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েন সাধারণ মানুষ । বিদ্যা জানান, কলকাতায় তাঁর বেশ কিছু কাজ রয়েছে । আর যখনই তিনি শহরে আসেন, তখনই কালীঘাট মন্দিরে পুজো দেন । এদিন তাঁর সঙ্গে ছিলেন বোন ও ভগ্নিপতি । সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান অভিনেত্রী ।
জানা গিয়েছে, শ্রীভূমির পুজোতে যাবেন বিদ্যা বালান । এছাড়াও শহরের কয়েকটি পুজোয় ঢুঁ মারবেন অভিনেত্রী । রবিবারই আবার মুম্বইয়ে ফেরার কথা রয়েছে তাঁর ।