আজ শিবরাত্রি। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেইমতোই বাঙালির ডেইলি ডোজ সিরিয়ালগুলিতেও তার ছায়া পড়ে। এই মুহূর্তের একটি জনপ্রিয় ধারাবাহিক ‘আলোর কোলে’। ধারাবাহিকের শিবরাত্রি স্পেশাল পর্বের প্রোমোতে মিলল চমক।
শিবরাত্রি স্পেশাল প্রোমোতে দেখা গেল, রাধা আদিত্যর জন্য উপোষ রেখেছিলেন। পুজো দিতে লাইনে দাঁড়িয়ে, কিছু উঠতি যুবকের ইফটিজিং-এর শিকার হন রাধা। তাঁর গায়েও হাত দেন কেউ কেউ। এরপরই স্ত্রীকে রক্ষা করতে মাঠে নামেন আদিত্য, যাঁরা উত্ত্যক্ত করছিলেন তাঁদের উচিত শিক্ষা দেন। এরপরই তাঁকে শান্ত করতে স্বামীর মাথাতেই জল ঢালেন রাধা। এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সকলেরই জানা, আদিত্যর প্রথমপক্ষের স্ত্রী আলোর মৃত্যুর পর, সে যেন অশরীরী হয়েই থেকে গিয়েছে পুপুল, রাধাদের জীবনে। মা-হারা পুপুলের কথা ভেবেই রাধাকে বিয়ে করেছে আদিত্য। বলাই বাহুল্য, তাঁদের আলাদা করার চেষ্টা সর্বক্ষণ চালিয়ে যাচ্ছে মেঘা।