বলিউড অভিনেত্রীদের সঙ্গে ২২ গজের রাজপুত্রদের প্রেমের গল্প নতুন নয়। আর এই মুহুর্তে দেশ তথা বিশ্বের সবচেয়ে চর্চিত জুটি হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (virat kohli) এবং বলিউডের প্রথম সারির অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাঁদের দুর্দান্ত কেমিস্ট্রি বারবার হার মানিয়েছে সিনেমার গল্পকেও। এখন দুই থেকে তিন হয়েছেন তারা। তবু বিন্দুমাত্র ভাটা পড়েনি বিরুষ্কার ভালোবাসায়।
আজ ৩৪ বছরে পা দিলেন বিরাট কোহলি৷ কাছের মানুষদের জন্মদিনে মজার বোকা বোকা ছবি পোস্ট করার রেওয়াজ রয়েছে। এবার বিরাটের জন্মদিনেও অনুষ্কা শেয়ার করলেন কোহলির একগুচ্ছ মজার মজার ছবি। ছবি পোস্ট করে ছোট্ট করে অনুষ্কা লিখেছেন, "এটা তোমার জন্মদিন আমার ভালবাসা। তাই তোমার সবচেয়ে মজার অ্যাঙ্গেলের ছবি গুলোই আমি বেছে নিলাম। তুমি যেমন তেমনই তোমায় ভালবাসি"।
প্রসঙ্গত ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে প্রথম দেখাতেই অনুষ্কার প্রেমে পড়ে গিয়েছিলেন বিরাট। সেই থেকে শুরু, এরপর টানা ৪ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে রূপকথার বিয়ে সেরেছিলেন বিরুষ্কা।