তাঁর গান কানের আরাম, মনের প্রশান্তি । তাঁর সুরেলা কন্ঠের জাদুতে মজে আসমুদ্রহিমাচল । গানেই তাঁর পরিচয় । কথা হচ্ছে অরিজিৎ সিং (Arijit Singh)-কে নিয়ে । তিনি মাটির মানুষ, আজও মুর্শিদাবাদের অলিতে-গলিতে মাঝেমধ্যেই দেখা মেলে তাঁর। কিন্তু কনসার্টে তাঁর দর শুনলে ঘুরে যেতে পারে মাথা।
নতুন বছরে পুনের একটি কনসার্টে গাওয়ার কথা অরিজিৎ সিং-য়ের। শোনা যাচ্ছে সেই মতো চুক্তিও পাকা হয়ে গিয়েছে। তবে এই জাদুকন্ঠ সামনে থেকে শুনতে হলে টিকিট কাটতে হবে তা জানা কথা, কিন্তু জানেন কী সেই টিকিটের দাম কত? শোনা যাচ্ছে বিলাসবহুল প্রিমিয়াম লাউঞ্জে হবে এই কনসার্ট। যার একেকটি টিকিটের দাম ১৬ লক্ষ টাকা।
আসন সংখ্যা রয়েছে মাত্র ৪০ টি। খাবার এবং সুরা ইচ্ছেমতো নিতে পারবেন শ্রোতারা। আর দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো বাইরে বসে কেউ যদি বড় পর্দায় কনসার্ট দেখতে চান তবে তাদের টিকিটের মূল্য শুরু ৯৯৯ টাকা থেকে।