সঙ্গীতমেলার মঞ্চে নস্টালজিয়া উস্কে দেওয়া একের পর এক গান। কিন্তু যার হাতে মাইক্রোফোন, তিনি বসে হুইলচেয়ারে। নাকে রাইলস টিউব। ডান হাতে মাইক্রোফোন, বাঁ হাতে একের পর এক চ্যানেলের সরঞ্জাম। গান গাইছেন তাপস দাস। লোকমুখে বাপি দাস। বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলি'-র (Mohiner Ghoraguli) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তাপস বাপি দাস।
সবার প্রিয় বাপি দা ক্যানসার আক্রান্ত। শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি রয়েছে আর্থিক লড়াই। ক্রাউড ফান্ডিং করে শিল্পীর চিকিৎসার টাকা তোলার জন্য এগিয়ে এসেছেন বাংলা সংস্কৃতি জগতের অনেকেই। অর্ক মুখোপাধ্যায়, রুপম ইসলাম, সিধু, সকলেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তাপস দাসকে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসার অনুরোধ করেছেন সকলকে।
New variant of Corona: আবার করোনার নয়া রূপ! আরও সংক্রামক ক্রাকেন ভ্যারিয়ান্ট?
শোনা যাচ্ছে, সম্প্রতি এক রাজনৈতিক দল আর্থিক সাহায্যের জন্য এগিয়ে এলেও তা প্রত্যাখ্যান করেছেন ক্যানসার আক্রান্ত শিল্পী। তবে, জানিয়েছেন সঙ্গীতপ্রেমীদের থেকে আর্থিক সাহায্য গ্রহণে আপত্তি নেই মহীনের শেষ ঘোড়াদের অন্যতমর।