'কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়' সায়নের এই গানটিই যেন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। নয়ের দশকের ছেলেমেয়েদের মন খারাপে ওষুধের মতো কাজ করত কার্টুন নেটওয়ার্ক (Cartoon Network)। এবার সেই ৩০ বছরের পুরনো কার্টুন নেটওয়ার্কই হতে চলেছে বন্ধ। কিছু বছর আগেই Cartoon Network এর নাম পরিবর্তন হয়ে CN হয়েছে। এবার মুছে যেতে বসেছে গোটা চ্যানেলেরই অস্তিত্ব।
ইউটিউব, ধারাবাহিক, রিয়েলিটি শো নয় নয়ের দশকের ছেলেমেয়েদের কাছে এক টুকরো ফুরসত মানেই ছিল কার্টুন নেটওয়ার্কের রকমারি চরিত্ররা। ‘টম অ্যান্ড জেরি’ থেকে স্কুবিডু’, ‘পাওয়ার পাফ গার্লস' একবার চ্যানেল খুললে বাচ্চাদের কাছে Cartoon Network-ই ছিল ওয়ান্ডার ল্যান্ড।
আরও পড়ুন: জাদুকাঠি বিকল! ৭২ বছরে প্রয়াত হ্যাডরিগ, মন খারাপ পটারহেডদের
সম্প্রতি, চ্যানেলের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, কার্টুন নেটওয়ার্ক চুক্তিবদ্ধ হয়েছে প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদাসের সঙ্গে। তাই চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে কার্টুন নেটওয়ার্ক। তাই চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে কার্টুন নেটওয়ার্ক। এবার ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে হাত মিলিয়ে চ্যানেলের নতুন নাম হবে ‘Warner Bros’। দুই সংস্থা এক হতেই ১৯৯২ থেকে ২০২২ সাল পর্যন্ত কার্টুন নেটওয়ার্ক নিয়ে দর্শকের নস্টালজিয়ায় নিমেষে পড়ল কোপ।