সৃজিত মুখোপাধ্যায় বা কৌশিক গঙ্গোপাধ্যায়দের মত পরিচালকদের ছবিতে কাজ না করতে পেরেই নিজের মত করে কাজ শুরু করেন দেব। এমনই ইঙ্গিত মিলল আনন্দবাজার অনলাইনকে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারে। তিনি বলেন, যেমন সৃজিত মুখোপাধ্যায়। আমি বলেছিলাম ‘উমা’ আমি করতে চাই। কৌশিকদাকেও বলেছিলাম আমি কাজ করতে চাই। যে সব পরিচালকের নামে টিকিট বিক্রি হয় তাঁরা আমায় সিরিয়াসলি নিচ্ছিলেন না। তখন সিদ্ধান্ত নিই, তা হলে আমি নতুনদের নিয়ে কাজ করি যাঁরা আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক'।
প্রযোজক হিসেবে মাত্র ৫ বছরে তাঁর নামের পাশে ১২টা ছবি! তাঁর কথায়, 'প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা স্বাদের ছবি। আমার এখন মনে হয় ‘ককপিট’ আজ মুক্তি পেলে আরও বেশি ব্যবসা করত। যাঁরা আমাকে ‘দেব’ তৈরি করেছেন তাঁদের মনে এখন প্রযোজক হিসাবে কিছুটা জায়গা করতে পেরেছি মনে হচ্ছে'।
মুম্বইতে অফার প্রসঙ্গে দেব জানান যে, তাঁর কাছে কিছু অফার থাকলেও, মুম্বইতে গিয়ে কলকাতাকে হারিয়ে ফেলার ভয় তাঁর মধ্যে কাজ করে।
তিনি বাংলা সিনেমার মেগাস্টার। টলিউডকে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। তাঁর নামেই অজস্র হল ভরে যায় নিমেষে। তাঁর ভক্তদের দল ছড়িয়ে রয়েছে বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্তে। তিনি 'মহানায়ক' সম্মানেও ভূষিত। তবু, তাঁরও রয়েছে কিছু অভিমান। তাঁর ছবি 'কাছের মানুষ'-এর মুক্তির আগে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এলো তারই ঝলক।