Bengali Tele Serial : সৌমিতৃষা থেকে দেবচন্দ্রিমা, সিরিয়ালের খলনায়িকা থেকে নায়িকা হয়েছেন যাঁরা

Updated : Jul 02, 2024 06:18
|
Editorji News Desk

বিনোদন জগতের সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম ছোটপর্দা । সিনেমা, সিরিজের থেকেও সিরিয়ালের বেশি ভক্ত বাঙালি । ধারাবাহিকের হাত ধরেই একেবারে ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে যাচ্ছেন ছোটপর্দার কলাকুশলীরা । বলা যেতে পারে, সিরিয়ালের চরিত্রগুলো বাঙালির ইমোশনের সঙ্গে জড়িয়ে যায় । তাই, ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের জন্য মানুষের কাছে পৌঁছনোর বড় মাধ্যম কিন্তু ধারাবাহিকগুলি । মিঠাই, দীপা, কথা থেকে জগদ্ধাত্রী...সিরিয়ালের নায়িকারা ঘরের মেয়ের মতো । নায়কদের মধ্যেও সিদ্ধার্থ, সূর্য, স্বয়ম্ভূরাও ঘরের ছেলে হয়ে উঠেছে ।  বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীদের কেরিয়ারের জার্নিটা শুরুই হয় ছোটপর্দা থেকে । তবে জানেন কি, সিরিয়ালে এমন বহু অভিনেত্রী আছেন, যাঁরা খলনায়িকা থেকে সোজা লিড রোলে নজর কেড়েছেন । সেই তালিকায় কারা রয়েছেন, দেখে নিন

মিঠাই ওরফে সৌমিতৃষা

আসল নাম সৌমিতৃষা হলেও, তিনি পরিচিত মিঠাই নামে । জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম । গত বছরই শেষ হয়েছে ধারাবাহিকটি । তবে, এখনও মিঠাই-কে ভুলতে পারেনি দর্শক । উচ্ছেবাবু-মিঠাইয়ের খুনসুটি, তাঁদের প্রেম, তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিয়েছে ।  ধারাবাহিক শেষ করেই সিনেমা জগতেও নাম লিখিয়েছেন সৌমিতৃষা । সিরিয়াল থেকে সোজা সিনেমায় । তাও আবার দেবের বিপরীতে অভিনয় করেছেন । তবে, জানেন কি ছোটপর্দায় তাঁর কেরিয়ার শুরু হয়েছে খলনায়িকা হিসেবে । 'এ আমার গুরুদক্ষিণা' সিরিয়ালে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিতৃষা কুণ্ডু ।

ইধিকা পাল 

একাধিক বাংলা সিরিয়ালে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ইধিকা পাল । সে কপালকুণ্ডলা হোক কিংবা বেদের মেয়ে জ্যোৎস্না । খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি । শেষ তাঁকে পিলু ধারাবাহিকে দেখা গিয়েছিল । সেখানেও প্রথম দিকে তাঁর নেগেটিভ চরিত্র থাকলেও, পরে তার চরিত্রে পজিটিভিটি আনা হয় । ধারাবাহিকে সেকেন্ড লিড রোলে ছিল তাঁর । সিরিয়াল থেকে এখন সোজা সিনেমার নায়িকা তিনি । ছোটপর্দার এই নায়িকা এখন বাংলাদেশের হার্টথ্রব । দেবের বিপরীতে খাদান ছবিতেও দেখা যাবে ইধিকাকে ।

দ্বীপান্বিতা রক্ষিত

'খুকুমণি হোম ডেলিভারি' সিরিয়ালে খুকুমণি-র চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান দ্বীপান্বিতা রক্ষিত । 'তুঁতে' ধারাবাহিকেও লিড রোলে ছিলেন এই অভিনেত্রী । কিন্তু, নেগেটিভ চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিজগতে আসা দ্বীপান্বিতার । 'সাঁঝের বাতি' ধারাবাহিকে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন দ্বীপান্বিতা ।  

শ্যামৌপ্তি মুদুলি

স্টার জলসার সিরিয়াল গুড্ডি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছন শ্যামৌপ্তি মুদুলি । রণজয়ের সঙ্গে তাঁর কেমিস্ট্রি মন জয় করে নিয়েছে দর্শকদের । শ্যামৌপ্তির অভিনয় জগতে আসা অনেক ছোট বয়সে । পটল কুমার গানওয়ালা ধারাবাহিকে তাঁকে খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছে ।  

দেবচন্দ্রিমা সিংহ রায় 

সাহেবের চিঠি ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল দেবচন্দ্রিমা সিংহ রায়কে । এখন টলিউড থেকে সোজা বলিউডে পৌঁছে গিয়েছেন এই নায়িকা । হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন । তবে,  
অনেকেই হয়ত জানেন না দেবচন্দ্রিমার কেরিয়ার শুরু হয়েছিল খলনায়িকা হিসেবে । কাজললতা সিরিয়ালে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন । 

Tele Serial

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন