বলিউডের গণেশ চতুর্থীর উদযাপন হয় মহাসমারোহে। তাতে তারকা সমাগমও কিছু কম হয় না। আবার বেশ কিছু তারকার বাড়ির পুজোও বেশ নাম করা। তেমনই শিল্পা শেঠির বাড়ির পুজো। প্রতিবার বেশ আড়ম্বরের সাথেই গণপতি বাপ্পার আরাধনা করেন অভিনেত্রীর পরিবারের সদস্যরা, এবারেও তার অন্যথা হল না।
পুজোর কটা দিন কাটল হইহুল্লোড়ে। চতুর্থীর সপরিবারে আরতির কিছু মুহূর্ত শিল্পা আগেই তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। পঞ্চমীতে আবারও জমল নাচ-গানের আসর। মারাঠি স্টাইলে গোলাপি হলুদ শাড়িতে সেজেছিলেন শিল্পা, বোন শমিতার পরনে ছিল লালা জমকালো পোশাক। শিল্পার দুই ছেলে মেয়েও উদযাপনে শামিল ছিলেন, ওদের পরনেও মায়ের সঙ্গে ম্যাচিং রং-এর পোশাক।
গত বছর গণেশ পুজোয় ভাঙা পা নিয়ে নাচের চেষ্টা করেছিলেন খুব, যেটুকু কমতি ছিল, এবার পুষিয়ে নিলেন অভিনেত্রী।