"সে এক রূপকথারই দেশ, ফাগুন সেথায় হয় না কভু শেষ"। রূপকথার দেশেই এবার নেমে এল শোকের ছায়া। দীর্ঘ দিনের নস্টালজিয়ায় পড়ল কোপ, প্রয়াত হ্যারিপটার খ্যাত হ্যাগরিড। মৃত্যুকালে হ্যাগরিড ওরফে স্কটিশ অভিনেতা রবি কোলট্র্যানের বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া হলিউডে, মন খারাপ পটারহেডদের।
৯০ এর দশকের শেষ থেকে আজ অবধি হ্যারিপটারের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। কিন্তু এবার যেন নিভে গেল সবচেয়ে দামি প্রদীপটাই। হ্যারি পটারের ম্যাজিক স্কুলে পড়তে যাওয়া বাচ্চাদের 'বেস্ট ফ্রেন্ড' ছিলেন হ্যাগরিড। আটটি সিরিজেই প্রিয় শিক্ষক হয়ে সকলের মন জিতেছিলেন হ্যাগরিড। তাই তাকে ভোলার নয়।
আরও পড়ুন: থাম্বস আপ ইমোজি ব্যবহারে আগ্রহী নয় জেন জেড, নতুন সমীক্ষায় উঠে এলো আকর্ষণীয় তথ্য
পরিবার সূত্রে খবর, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রবি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। ১৯৭৯ সালে টেলিভিশন থেকেই অভিনয় জগতে পা রাখা রবির। এরপর কমেডি সিরিজ ‘আলফ্রেসকো’, ১৯৮৭ সালের ‘টুটি ফ্রুটি’ সিরিজে তাঁর অভিনয় মনে রাখার মতো। এছাড়াও ছোট বড় পর্দা মিলিয়ে অসংখ্য কাজ করেছেন। তবে সিনেমাপ্রেমীদের মননে তিনি থেকে যাবেন হ্যাগরিড হয়েই।