চলচ্চিত্রের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যকে একজোট করা- সংক্ষেপে চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) বার্তা এটিই। যেখানে, বাঙালির চিরকালের আইকন সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশে নির্দ্বিধায় বসে থাকেন হলিউড তারকা টম হ্যাঙ্কস। যেখানে শোলে'র অমিতাভ বচ্চন অস্ত্র হাতে এক ফ্রেমে থাকেন আল পাচিনোর সঙ্গে। টিফানির সঙ্গে ব্রেকফাস্ট করতে বসেছেন বাঙালির চিরকালের মহানায়ক। বাংলা ও ভারতের ছবির আলাপ পরিচয় হচ্ছে বিশ্বসিনেমার সঙ্গে। যে ছবি বলছে, ‘বিশ্ব মেলে ছবির মেলায়’।
আরও পড়ুন: অপরাধ জগত নিয়ে সাসপেন্সে মোড়া ছবি, প্রকাশ্যে 'ডঃ বক্সী'র ট্রেলার
কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ছবিগুলি বিভিন্ন হোয়াটসঅ্যাপ (KIFF in whatsapp) গ্রুপে ফরওয়ার্ড করে আলোচনা শুরু করেছেন। বাদ পড়েনি টলিউডও। বহু তারকাই এই বিজ্ঞাপনী প্রচারের প্রশংসা করেছেন।
চ্যাপলিন আর অপুর ছবির পোস্টার-হোর্ডিংয়ে শহর ছেয়ে গিয়েছে। সম্ভবত সবচেয়ে বেশি আলোচনাও হচ্ছে ওই পোস্টারটি নিয়েই।
পরিচালক সুমন মুখোপাধ্যায়, পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, পরিচালক তথাগত মুখোপাধ্যায়, অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় সকলেই এই বিশেষ উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ।