স্থগিত হয়ে গেল কলকাতা চলচ্চিত্র উৎসব। করোনা আবহে প্রাক নির্ধারিত সময়ে উৎসব করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে রাজ্য সরকার। কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির একাধিক সদস্য করোনায় আক্রান্ত। কমিটির প্রধান পরিচালক রাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রীর করোনা। করোনায় আক্রান্ত কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়। একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর আসার পরই স্থগিত করে দেওয়া হল কলকাতা চলচ্চিত্র উৎসব।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় রাজ চক্রবর্তীর। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া বলে জানা গিয়েছে।
আগামী ৭ থেকে ১৪ জানুয়ারি ৫০ শতাংশ দর্শকাসন ভর্তি করে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব ।