কানাডায় জন্ম, ভারতে করে খাওয়া। তবু মরক্কোর সঙ্গে আত্মিক যোগ রয়েছে বলিউডের 'দিলবর গার্ল' নোরা ফাতেহির (Nora Fatehi)। কেননা তাঁর পরিবার মরক্কান। আর এই কারণেই স্পেনকে হারিয়ে মরক্কোর জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়লেন ডান্সিং ক্যুইন। রীতিমতো বেলি ডান্স করে মরক্কোর জয় সেলিব্রেট করলেন নোরা৷
এদিকে, বিশ্বকাপের মঞ্চেও নোরার ডান্স আজও চোখে লেগে রয়েছে দর্শকদের৷ বড়পর্দা থেকে রিয়েলিটি শো সবেতেই তাঁর শরীরী হিন্দোল এতদিন প্রশংসা কুড়িয়েছে। কিন্তু একেবারে ঘরোয়া সাজে, ঘরোয়া এই পোশাকে নোরার উচ্ছ্বাসে ভরা নাচ মন কেড়েছে দর্শকদের।
আরও পড়ুন : মালা বদল থেকে সিঁদুরদান,ফের বিয়ের পিঁড়িতে বিশ্বনাথ বসু ! নিমন্ত্রিত টলি তারকারা
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে স্পেনের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পায় মরক্কো। বিশ্ব চাম্পিয়নদের পেনাল্টি শুটআউটে হারান হাকিমিরা৷ মরক্কোর এই জয়ে নোরার বক্তব্য, 'জানতাম মরক্কো জিতবেই'।